বাগেরহাটের চিতলামারী উপজেলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রাত পৌনে ৮টার দিকে ওই আগুনের ঘটনা ঘটে।
একটি পেট্রোলের দোকান থেকে আগুন মুহুর্তের মধ্যে বাজারের চারিদেকে ছড়ি পড়ে। রাত পোনে ৯টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত আগুনে বাজারের ২০ দোকানপাট পুড়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। সোয়া ৮টার দিকে বাগেরহাট ও গোপালগঞ্জ থেকে ফায়ার ব্রিগেডের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। এর আগে স্থানীয় লোকজন আগুন নিভানোর জন্য আপ্রাণ চেষ্টা চালাতে থাকে। আগুন নিভাতে গিয়ে ৩জন আহত হয়েছে।
প্রত্যক্ষ দর্শীরা জানান, উপজেলার শহীদ মিনারের সামনে একটি পেট্রোলের দোকান থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন বাজারের চারিদিকে ছড়িয়ে পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুনে ওষুধ, ফার্মেসী, পেট্রোল, মোবাইল, মুদি-মোনহারী, কিটনাশক, মিষ্টির দোকানসহ বিভিন্ন ধরনের ২০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। ওই আগুনে কোটি টাকার ওপরে ক্ষতি হয়ে হয়েছে বলে দোকানীরা জানান।
চিতলামরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার সরকার জানান, বাগেরহাট ও গোপালগঞ্জ থেকে ফায়ার ব্রিগেডের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিভানোর কাজে অংশ নেয়। রাত সাড়ে ৮ আটটার দিকে আগুন নিয়ন্ত্রন করা গেছে বলে ওসি জানান। তবে তাৎক্ষনিক ভাবে অগ্নিকান্ডের সুত্রপাত এবং আগুনে কতটি দোকানপাট পুড়ে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়ে ওসি তা জানাতে পারেনি।