রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ একটা বছর পার করেছেন। বিশ্বকাপের পর্তুগালের জার্সিতে পুরোপুরি ব্যর্থ হলেও রিয়াল মাদ্রিদে তিনি ছিলেন শতভাগ সফল। অসংখ্য গোল করেছেন। জয় করেছেন শিরোপাও। রিয়াল মাদ্রিদকে উপহার দিয়েছেন কাঙ্ক্ষিত লা ডেসিমা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দশম শিরোপা। এমন দুর্দান্ত পারফরম্যান্সেরই স্বীকৃতি পাচ্ছেন তিনি। সোমবার রাতে গ্লোব সকার অ্যাওয়ার্ডের পক্ষ থেকে দুবাইয়ে ২০১৪ সালের সেরা ফুটবলারের ট্রফি দেওয়া হয়। বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনসেলত্তি। এ পুরস্কার জয়ের পর ক্রিস্টিয়ানো রোনালদো এবার তাকিয়ে আছেন ফিফা ব্যালন ডি’অরের দিকে।
‘আমি নিজেকে দারুণ সুখি মনে করছি। আমার কঠোর পরিশ্রমের ফসল এ ট্রফি। আমি রিয়াল মাদ্রিদের ফুটবলার এবং কোচকে ধন্যবাদ দিতে চাই। আমরা দারুণ একটা মৌসুম কাটিয়েছে। জয় করেছি চারটা শিরোপা। আর আমরাই এখন বিশ্বের সেরা দল।’ রোনালদো বর্ষসেরা পুরস্কারের ট্রফি হাতে এভাবেই নিজের অনুভূতি তুলে ধরলেন। সেসঙ্গে বলেছেন, লা ডেসিমা জয় করা ছিল রিয়াল মাদ্রিদের জন্য একটা বিশেষ মুহূর্ত। তাছাড়া গ্লোব সকার অ্যাওয়ার্ডের পক্ষ থেকে সেরার স্বীকৃতি পেয়ে রোনালদো নিজেকে গর্বিত মনে করছেন বলেও জানিয়েছেন। এবার রোনালদো তাকিয়ে আছেন ফিফা ব্যালন ডি’অরের দিকে। ১২ জানুয়ারি জুরিখে ফিফা ব্যালন ডি’অর জয়ীর নাম ঘোষণা করবে ফিফা কর্তৃপক্ষ। এবার লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে এই ট্রফির জন্য লড়াইয়ে নেমেছেন বিশ্ব কাপজয়ী জার্মান তারকা ম্যানুয়েল নিউয়ার।